সারাদেশ

বান্দরবানে নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা রোধে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

বান্দরবানে নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা রোধে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৪, বিকাল ৫:০১

“আমাদের একতা রুখতে পারে নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা রোধে একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বিএনকেএস-এর আয়োজনে এবং ডিয়াকোনিয়া বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এ বৈঠকটি বান্দরবান বিএনকেএস-এর হলরুমে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের ১৬ দিনের কর্মসূচি শেষে এই গোল টেবিল বৈঠকটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) হোসনে আরা বেগম। সভায় সভাপতিত্ব করেন বিএনকেএস-এর সভানেত্রী নেমকিম বম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী সার্জন ডাঃ তাফনীন ফারহানা আহমেদ, একেএস-এর নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমা, বিএনকেএস-এর নির্বাহী পরিচালক হ্লাসিংনু এবং উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা। অনুষ্ঠানে স্থানীয় নারী নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে পর্যাপ্ত বিনিয়োগ করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নারীর সম্পদ ও সম্পত্তিতে সমঅধিকার নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ বন্ধ করা এবং মেয়ে শিশুর স্বাভাবিক বিকাশের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, নারীর প্রতি সকল প্রকার বৈষম্যমূলক আইনের সংস্কার করতে হবে। প্রতিটি জেলায় পৃথক সার্বজনীন পারিবারিক আইন ও আদালত স্থাপন করার মাধ্যমে নারীদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।

এ সময় বক্তারা নারী ও মেয়ে শিশুদের অধিকার সুরক্ষায় সমাজের প্রতিটি স্তরের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সরকারের পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।