সারাদেশ

খাগড়াছড়িতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

খাগড়াছড়িতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৪, বিকাল ৪:৫৯

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জনগণের একমাত্র যাতায়াত সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে উপজেলার বিভিন্ন সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সুশীল সমাজ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, পরিবহন সংগঠন এবং ছাত্র নেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষক ইউসুফ আদনান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মনির হোসেন এবং পানছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম।

বক্তারা জানান, খাগড়াছড়ি-পানছড়ি সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের বড় বড় গর্তের কারণে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছে। এছাড়া সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, বেহাল সড়কের বিষয়টি একাধিকবার সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

বক্তারা দ্রুত সড়ক সংস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় এলাকাবাসী কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দেন। তাদের দাবি, জনগণের ভোগান্তি দূর করতে অবিলম্বে এই সড়ক সংস্কার কাজ শুরু করা উচিত।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানানো হয়েছে।