সারাদেশ

ডোমারে বেগম রোকেয়া দিবস উদযাপিত

ডোমারে বেগম রোকেয়া দিবস উদযাপিত

ছবি : মুন টাইমস


প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৪, রাত ১:৩৫ আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, বিকাল ৪:৫৬

‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’—স্লোগানকে সামনে রেখে নীলফামারী ডোমারে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

সোমবার (৯ই ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নুরুন্নাহার শাহজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরননবী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, সুধীজন ও সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ।