সারাদেশ

বীরগঞ্জে জামায়াত নেতার সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ইন্তেকাল, দাফন সম্পন্ন

বীরগঞ্জে জামায়াত নেতার সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ইন্তেকাল, দাফন সম্পন্ন

প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২৪, রাত ১০:৫৪

দিনাজপুর সদর সরকারি কলেজ মোড়ে একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জামায়াতের জেলা কর্ম পরিষদের সদস্য এবং দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের এমপি প্রার্থী মাওলানা মো. খোদা বখস (৪৫) রোববার বিকাল পৌনে ৪টায় রংপুরে ইন্তেকাল করেছেন।

এর আগে, গত শনিবার (৭ ডিসেম্বর) বিকালে বীরগঞ্জ থেকে দিনাজপুর শহরে আসার পথে তিনি দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তী সময়ে অবস্থার অবনতি হলে তাকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং সেখানে তার একটি অপারেশনও হয়। অবস্থা আরও খারাপ হলে, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তবে হেলিকপ্টারে যাত্রার সময় তিনি ইন্তেকাল করেন।

মাওলানা খোদা বখসের মৃত্যুতে বীরগঞ্জ ও কাহারোল এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার দুপুরে তার জানাজা দলুয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে প্রাণনগর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। তিনি তার স্ত্রী, এক কন্যা, এক পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠন এবং ধর্মীয় নেতারা। জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মো. আনিসুর রহমান এবং জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হকসহ অনেকে শোকবার্তা পাঠিয়েছেন।

শোকবার্তায় মরহুম মাওলানা খোদা বখসকে একজন সৎ, নিষ্ঠাবান এবং হাস্যোজ্জ্বল আলেম হিসেবে স্মরণ করা হয়, যিনি দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামী সৈনিক ছিলেন।