সারাদেশ

তাড়াশে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উঠান বৈঠক

তাড়াশে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উঠান বৈঠক

ছবি : নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গ্রামীণ মহিলাদের নিয়ে উঠান বৈঠক


প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২৪, রাত ৯:৩২ আপডেট : ৯ ডিসেম্বর ২০২৪, রাত ৯:৩৫

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে তথ্যআপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (৯ডিসেম্বর) দুপুর ২ টার সময়  উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামে উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমার সভাপতিত্বে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

এসময় উক্ত  উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার আব্দুস সালাম জাকারিয়া,  তাড়াশ থানার (ওসি) মোঃ নাজমুল কাদের, তথ্যসেবা কর্মকর্তা জান্নাতুন নাঈম ও অন্যন্য কর্মচারীবৃন্দ। 

উঠান বৈঠকে শিক্ষা সহায়তা কর্মসূচি, নারী ও শিশু নিযাতন রোধ,নারী ক্ষমতায়ন, যৌতুক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য করণীয়, স্মার্ট বাংলাদেশ গড়তে নাগরিকদের করণীয়, গুজব  প্রতিরোধে করণীয় ইত্যাদি বিষয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।