ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আজ (৯ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় ত্রিশালে আলোচনা সভা, র্যালি এবং শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণা এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
১৯৭১ সালের এই দিনে ত্রিশাল পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল। ৮ ডিসেম্বর রাতে মেজর আফসার বাহিনীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নওধার এলাকা হয়ে সুতিয়া নদী পাড়ি দিয়ে ত্রিশাল থানায় হামলা চালান। ভোর পর্যন্ত চলা তীব্র লড়াইয়ের পর রাজাকাররা আত্মসমর্পণ করে। তবে বেশ কয়েকজন রাজাকার পালিয়ে যায়।
সেদিন ভোরে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে তৎকালীন ত্রিশাল থানা আওয়ামী লীগের সভাপতি জৈমত আলী নজরুল একাডেমি মাঠে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। সেই আনন্দঘন মুহূর্তে গুলিবিদ্ধ হয়ে গিয়াস উদ্দিন নামে এক মুক্তিযোদ্ধা শহীদ হন।
এরপর থেকে প্রতি বছর ৯ ডিসেম্বর ত্রিশাল হানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
মতামত