“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই শ্লোগানকে ধারণ করে ময়মনসিংহে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় এক আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজিম উদ্দিন। আলোচনা সভা শেষে জয়িতাদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
এ আয়োজনের পেছনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ময়মনসিংহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মতামত