সারাদেশ

ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত, আহত ১

ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত, আহত ১

ছবি : মুন টাইমস


প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:৪১ আপডেট : ৯ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:৫৬

নীলফামারীর ডোমার উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সেলিম হোসেন (৪৪) নামের একজন নিহত হয়েছেন এবং তার ছেলে শাহরিয়ার (৯) আহত হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৫ টায় উপজেলার পৌর শহরের পোস্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। মটরসাইকেলে বাবা ও ছেলে বাড়ি ফিরছিলেন, হঠাৎ একটি দ্রুতগতির ট্রাক পিছন থেকে তাদের মটরসাইকেলকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সেলিম হোসেন নিহত হন, এবং শাহরিয়ার আহত হন। আহত শাহরিয়ারকে ফায়ার সার্ভিসের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহত সেলিম হোসেন বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী কাকতলী এলাকার মৃত সলেমান আলীর ছেলে।

ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।