সারাদেশ

বিরলে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী শাহিনুর আটক

বিরলে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী শাহিনুর আটক

প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:৪০

দিনাজপুরের বিরল উপজেলায় পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ শাহিনুর ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে বিরল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নরোত্তমপুর গ্রামে বাবুল মিয়ার বাড়ির খুলিয়ানের সামনে থেকে শাহিনুর ইসলামকে আটক করে। তিনি নরোত্তমপুর গ্রামের আয়জুল ইসলামের ছেলে।

অভিযানের সময় তার কাছ থেকে ৯০ বোতল ফেন্সিডিল এবং একটি ১০০ সিসি লাল রঙের হিরো গ্লামার মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত শাহিনুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।