নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাটের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমান। সভায় জীবনের দুঃসময় অতিক্রম করে জয়ীতা হওয়ার গল্প শোনান জেসমিন আক্তার ও মরিয়ম বেগম। ২০১৩ সালের জয়ীতা মরিয়ম বেগমও তার অভিজ্ঞতা বর্ণনা করেন।
ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি-এর ম্যানেজার ম্যানুয়াল হাঁসদা নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সংগঠনের সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে। নারীদের ক্ষমতায়ন ও সচেতনতাই পারে এ ধরনের সমস্যা সমাধান করতে।
মতামত