সারাদেশ

পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২৪, দুপুর ১:৪৪

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে পাঁচবিবি রেলওয়ে স্টেশন রোডে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয় নওগাঁ, এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হাই।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রানা, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, উপজেলা প্রতিরোধ কমিটির সদস্য রফিকুল ইসলাম শাহিন চৌধুরী এবং ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন।

আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধে তারুণ্যের ভূমিকা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব এবং সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানটি শেষ হয় দুর্নীতি বিরোধী প্রচারণার মাধ্যমে।