সারাদেশ

দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস এর ১ দশক পূর্তি উদযাপনে জয়নুল পার্কে উৎসব

দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস এর ১ দশক পূর্তি উদযাপনে জয়নুল পার্কে উৎসব

প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২৪, সকাল ১১:৫৯ আপডেট : ৯ ডিসেম্বর ২০২৪, দুপুর ১২:০০

ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে ব্রহ্মপুত্র নদীর তীরে ‘দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস’-এর ১ দশক পূর্তি উদযাপিত হয়েছে। স্থানীয় এই সংবাদপত্রটি “সত্য, সুন্দর, ন্যায়-এর পক্ষে ১ দশক” শীর্ষক আয়োজনের মাধ্যমে তাদের পথচলার ১০ বছর পূর্ণ করলো।

রবিবার (৮ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। তিনি কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে ময়মনসিংহের বরেণ্য সাংবাদিকরা, সুধী সমাজের প্রতিনিধিরা, সরকারি ও বেসরকারি দফতরের কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দও এই আনন্দঘন আয়োজনে অংশ নেন।

দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস তাদের এক দশকের অগ্রযাত্রায় সংবাদ পরিবেশনে অবিচল নিষ্ঠা এবং ব্রহ্মপুত্রের ঐতিহ্যকে তুলে ধরার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।