নোয়াখালীর কবিরহাট উপজেলায় জাতীয় অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে চার দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতায় কবিরহাট উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে গত ৫ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কবিরহাট উপজেলা পরিষদ মিলনায়তন ও আবদুল্লাহ মিয়ারহাট কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরওয়ার উদ্দিন।
প্রশিক্ষণে সুপারভাইজার ও গণনাকারীদের শুমারির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এতে প্রশিক্ষণ পরিচালনায় নেতৃত্ব দেন জেলা পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. হারুন অর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলার শুমারি সমন্বয়কারী কাউসার জামিল, জোনাল অফিসার সুমন কুমার নন্দী ও মোজাহেদ হোসেন আকাশ এবং সহকারী জোনাল অফিসার মো. ইমরান নাজির, মো. আবদুল্লাহ আল নোমান ও মো. নোমান হোসেন।
উল্লেখ্য, ১৯৮৬ সালে শুরু হওয়া অর্থনৈতিক শুমারির চতুর্থ পর্যায় আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। কবিরহাট উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভাকে তিনটি জোনে ভাগ করে এই শুমারির কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রশিক্ষণ শেষে একটি র্যালি আয়োজন করা হয়, যেখানে প্রশিক্ষণপ্রাপ্ত সুপারভাইজার ও গণনাকারীরা অংশ নেন। র্যালিটি কবিরহাট উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় এবং এটি শুমারির গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।
মতামত