সারাদেশ

গোপালগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত

গোপালগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত

প্রকাশিত : ৮ ডিসেম্বর ২০২৪, রাত ১১:২৬

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এ মিটিং অনুষ্ঠিত হয়।

মিটিংয়ে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল তৌহিদ, র‍্যাব ভাটিয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন, বাংলাদেশ বেতারের গোপালগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল মুন্না, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নবী নেওয়াজ, এবং দৈনিক যুগের সাথী পত্রিকার স্টাফ রিপোর্টার মনির মোল্যা।

এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মিটিংয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্যান্য সদস্যরা জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন। মাদক, অপরাধ দমন, এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের প্রস্তাব উত্থাপন করা হয়।