ছবি : অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো আব্দুল মমিনকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের প্রশাসক হিসেবে দাপ্তরিক কাজকর্ম ও দায়িত্ব নিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় তালম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা মহব্বত হোসেন তালুকদার তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।
এ সময় ইউনিয়ন পরিষদে কর্মরত সবাই কৃষিবিদ মো. আব্দুল মমিনকে রবণ ও ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সরকারের পতনের কারণে এবং দীর্ঘদিনের অনুপস্থিতির কারণে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেকের অনুপস্থিতিতে সরকার কর্তৃক কৃষিবিদ মো. আব্দুল মমিনকে তালম ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এ বিষয়ে মো. আব্দুল মমিন জানান, সরকারের নির্দেশনায় আমি তালম ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছি এবং এখন থেকে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজকর্ম পরিচালনা করবো।
মতামত