সারাদেশ

লালপুরে রেল লাইন ভাঙ্গন আতঙ্কে ট্রেন চলাচল

লালপুরে রেল লাইন ভাঙ্গন আতঙ্কে ট্রেন চলাচল

প্রকাশিত : ৮ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:৪৬

নাটোরের লালপুরে রেল লাইনে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে ধীর গতিতে চলছে ট্রেন। 

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে আজিম নগর রেলওয়ে স্টেশনের কাছাকাছি নর্থ বেঙ্গল সুগার মিলের পিছনে গরম বিহারী পাড়া এলাকায় আপ লাইনে এই ভাঙ্গন ধরা পড়ে।

স্টেশন মাস্টার মো. কামরুল হাসান জানান, রেললাইনের নিরাপত্তা কর্মীরা পরিদর্শনের সময় ভাঙ্গনটি দেখতে পান। এরপর স্টেশন মাস্টারের মাধ্যমে পিডব্লিউডিকে (পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট) জানানো হয়। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মীরা মেরামতের কাজ শুরু করেন।

মাস্টার আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, তবে ধীর গতিতে চলছে।

রেললাইনের এই ভাঙ্গনের ফলে যাত্রী ও চালকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে মেরামত কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট বিভাগ নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে।