সারাদেশ

বালিয়াডাঙ্গীতে শিল্পকলা অডিটোরিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

বালিয়াডাঙ্গীতে শিল্পকলা অডিটোরিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ৮ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:৪৩

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাংস্কৃতিক চর্চার অব্যাহত রাখার লক্ষ্যে শিল্পকলা অডিটোরিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকালে বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর উদ্যোগে চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সভাপতিত্ব করেন টাইগার নাট্যগোষ্ঠীর পরিচালক সাংবাদিক হারুন অর রশিদ।

বক্তব্য রাখেন স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি শেখ আইয়ুব আলী খান, আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী খান, অভিনেতা আব্দুর রউফ, গণউন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল উদ্দীন, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জীবন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ।

বক্তারা উল্লেখ করেন, ২০১৯ সালে পুরাতন শিল্পকলা অডিটোরিয়াম ভেঙে ফেলার পর থেকে সাংস্কৃতিক চর্চার কোনো স্থান নেই। এতে সাংস্কৃতিক অঙ্গন স্থবির হয়ে পড়েছে।

তারা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী তিন মাসের মধ্যে অডিটোরিয়াম নির্মাণের উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন শেষে উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।