শীতের আমেজ শুরু হতে না হতেই সিরাজগঞ্জের তাড়াশে ফুলের চারাগাছ কেনার হিড়িক পড়ে গেছে। দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফুলের চারা নিয়ে ভ্যান গাড়িতে ঘুরছেন ব্যবসায়ীরা। ১০ থেকে ৫০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে চন্দ্রমল্লিকা, গাঁদা, ডালিয়া, গেজেনিয়া, জারবেরা, ও অন্যান্য মরশুমি ফুলের চারা।
তাড়াশ শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী দোকান ও স্থায়ী নার্সারিতে চলছে ফুলের চারাগাছ বিক্রি। বাড়ির শোভা বাড়াতে এবং পরিবেশবান্ধব উদ্যোগে অংশ নিতে মানুষ ভিড় জমাচ্ছেন।
রাজু নামে এক বিক্রেতা জানান, শীতকালীন মৌসুমে পৌষ, মাঘ ও ফাল্গুন মাসজুড়ে ফুলের চারা বিক্রির ব্যবসা জমে ওঠে।
তিনি বলেন, আমরা নার্সারি থেকে সংগ্রহ করে বিভিন্ন হাট-বাজারে বিক্রি করি। অনেক চাষী নিজেরা চারা উৎপাদন করে বিক্রি করেন, আবার অনেকে ভ্যানে করে শহরের মোড়ে মোড়ে চারা বিক্রি করেন।
এক ক্রেতা কাজলী দাস জানান, বাড়ির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের জন্য গাছ লাগানো খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিবারই ফুলের চারা কিনি। এবারো বেশ কয়েকটি চারা কিনতে এসেছি।
ফুল প্রেমীদের এই আগ্রহ শীতকালীন পরিবেশকে আরো সুন্দর ও মনোরম করে তুলছে।
মতামত