ছবি : সালথায় ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের খেয়াঘাট ব্রিজে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ রুবেল মোল্লা (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। আটক রুবেল উপজেলার রামকান্তপুর ইউনিয়নের খলিশাডুবি এলাকার আক্কাস মোল্লার ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খেয়াঘাট ব্রিজ থেকে রুবেল মোল্লাকে আটক করা হয়। তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
সালথা থানা পুলিশ মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।
মতামত