রাজনীতি

চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন সংবর্ধিত

চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন সংবর্ধিত

প্রকাশিত : ৮ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:৫২ আপডেট : ৮ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:৫৭

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কৃতী সন্তান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে তার নিজ জন্মস্থান চন্দনাইশে এক বিরাট গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। 

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে চন্দনাইশ সদরস্থ কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্প্রসারণ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, দক্ষিণ চট্টগ্রামের একটি অংশ সিটি কর্পোরেশনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এছাড়া কর্ণফুলী ব্রিজের দক্ষিণ পাশে একটি বাস স্টেশন স্থাপনের জন্য জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

তিনি জলাবদ্ধতা নিরসনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ওপর গুরুত্বারোপ করেন। রাজনৈতিক প্রসঙ্গে মেয়র বলেন, বিএনপি পালায় না, আওয়ামী লীগ পালায়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের কেউ জানাযায় অংশ নেয়নি।

তিনি দেশি ও বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক ইফতেখার হোসেন ইফতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপি নেতা মিজানুল হক চৌধুরী, সাবেক বিচারপতি আবদুস ছালাম মামুন, বিএনপি নেতা এমএ হাশেম রাজু, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, জসিম উদ্দীন, কামরুল ইসলাম, শফিকুল ইসলাম রাহী এবং মঞ্জুর আলম তালুকদার।