খাগড়াছড়ি শহরের গঞ্জপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. মীর হোসেন (২৬) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। অভিযানে ছিনতাইকৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গঞ্জপাড়া এলাকায় অভিযান চালিয়ে মীর হোসেনকে আটক করা হয়। তিনি মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের গৌরাঙ্গপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর রাত ১১টা ২০ মিনিটে বিকাশ ব্যবসায়ী মেনন ধর দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি গেট পার হওয়ার পর রাস্তার ওপর তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে ছুরিকাঘাত ও মারধর করে। তারা তার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়, যেখানে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি ট্যাব ছিল।
এ ঘটনার প্রেক্ষিতে খাগড়াছড়ি সদর থানায় ১৭ নভেম্বর একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মীর হোসেন স্বীকার করেছেন যে তিনি তার দুই সহযোগীর সঙ্গে এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার জুয়েল আরেফিন জানান, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এবং পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ছিনতাইকারীর একজন সদস্যকে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত