কৃষক বাঁচলে বাঁচবে দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে দুঃস্থ ও অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার হালট্রির মোড়ে প্রায় ১ হাজার শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে এবং তার নিজ অর্থায়নে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন। প্রধান বক্তা ছিলেন যুগ্ম-আহবায়ক মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজি মুনজুর মওলা পলাশ, এবং পুরানাপৈর ইউনিয়ন সভাপতি শামসুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজক রবিউল ইসলাম জানান, শীতের তীব্রতায় অসহায় মানুষদের দুর্ভোগ লাঘব করতে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা যদি এমন উদ্যোগ নেয়, তাহলে শীতার্ত মানুষগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে।
উপস্থিত অতিথিরা আয়োজকের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুঃস্থদের জন্য আরও সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
মতামত