ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা মুক্ত দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিজয়ের এই দিনটি উদযাপনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. এরশাদুল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার, এবং হালুয়াঘাট থানার অফিসার্স ইনচার্জ আবুল খায়ের সুহেল। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও হালুয়াঘাট মুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, হালুয়াঘাটের বীর মুক্তিযোদ্ধারা তাদের সাহসিকতা ও আত্মত্যাগের মাধ্যমে এ অঞ্চলকে হানাদার মুক্ত করেছিলেন। তাদের অবদানের জন্য আমরা গর্বিত।
উপস্থিত মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে তাদের সংগ্রামের স্মৃতিচারণ করেন এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার আহ্বান জানান। আলোচনা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মতামত