৭ই ডিসেম্বর গোপালগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস উদযাপন করেছেন গোপালগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধারা।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ দিনটি উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
১৯৭১ সালের ঐতিহাসিক এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী গোপালগঞ্জ থেকে পরাজিত হয়ে পিছু হটে। মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ লড়াইয়ের মাধ্যমে গোপালগঞ্জ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়। স্বাধীনতার পর থেকে প্রতি বছর ৭ ডিসেম্বর গোপালগঞ্জের মুক্তিযোদ্ধারা এই দিনটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে উদযাপন করে আসছেন।
উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শেখ অলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ শেখ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের গেরিলা যুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, আমরা অস্ত্র হাতে নিয়ে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছি। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে দেশ ও দেশের মানুষকে মুক্ত করেছি। দেশের স্বাধীনতা রক্ষার জন্য যদি আবারও অস্ত্র ধরতে হয়, আমরা প্রস্তুত। দেশের স্বাধীনতা কোনোভাবেই নষ্ট হতে দেব না।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে তাদের সাহসী ভূমিকার কথা তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার আহ্বান জানান। মুক্ত দিবস উদযাপন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
মতামত