শিক্ষাঙ্গন

ইবিতে চুরি করতে এসে ২ যুবক আটক

ইবিতে চুরি করতে এসে ২ যুবক আটক

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪, বিকাল ৫:১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চোর সন্দেহে ২ যুবককে আটক করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কুষ্টিয়ার পূর্ব মজমপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে জীবন (৩০) ও মিলনের ছেলে শান্ত (৩২)। তাদেরকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ আব্দুস সালাম ও খলিলুর রহমান। নিরাপত্তা কর্মকর্তা সূত্রে জানা যায়, দুপুরে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে চুরি করতে আসে তারা৷ তবে সংরক্ষিত এলাকায় ঢুকে কিছু চুরি করার আগেই তাদেরকে আটক করা হয়। এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে এবং কয়েকজনকে আটক করা হয়েছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ, তাই আমরা রেজিস্ট্রার বরাবর ফরোয়ার্ড করেছি এবং তাদেরকে পুলিশে সোপর্দ করেছি। বাকিটা প্রশাসন দেখবে।