চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের দাবির মুখে একইসাথে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী শামীম সুলতানা এবং ট্রেজারার অধ্যাপক ড. তৌফিক সাঈদ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপাচার্য ড. অনুপম সেন বার্ধক্যজনিত কারণ উল্লেখ করে পদত্যাগ করেছেন। অন্যদিকে, উপ-উপাচার্য ও ট্রেজারার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
এর আগে, গত দুই দিন ধরে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। বুধবার থেকে তিনটি ক্যাম্পাসে তালা ঝুলিয়ে সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করেন তারা। শিক্ষার্থীদের ক্রমবর্ধমান দাবির মুখে উপাচার্যসহ অন্য দুই শিক্ষকের পদত্যাগের ঘটনা ঘটে।
মতামত