চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নে আপনার শিশুর সার্বিক মেধা বিকাশে, সুনিশ্চিত ভবিষ্যতের আশ্বাস স্লোগান নিয়ে আত-তাওহীদ একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মাহবুব হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মাদ্রাসাতুস সালাফিয়ার প্রিন্সিপাল শায়েখ মাওলানা শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়েখ সাইদুর রহমান মাদানী (সুলতানগঞ্জ, গোদাগাড়ী, রাজশাহী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, দেবীনগর দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা নইমুদ্দিন, প্রগতি সংঘের সভাপতি মামুনুর রশিদ, এবং সমাজসেবক মোঃ মাইনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক জনাব জহুরুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২০২৫ শিক্ষাবর্ষে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান শুরু করবে আত-তাওহীদ একাডেমি। উদ্বোধনী বক্তব্যে পরিচালক জহুরুল ইসলাম একাডেমির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, মেধাবী শিশুদের জন্য আত-তাওহীদ একাডেমি অনন্য। এখানে ডে-নাইট ও আবাসিক ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। আমি অভিভাবকদের আমাদের প্রতি আস্থা রাখার অনুরোধ করছি।
অনুষ্ঠানে এলাকার অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একাডেমির প্রতি তাদের আগ্রহের পরিচায়ক।
মতামত