ময়মনসিংহ নগরীর ১১ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে এক নির্মাণ শ্রমিক সর্দারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শ্রমিকের নাম রমজান আলী। তিনি গত পাঁচ বছর ধরে ময়মনসিংহে ভবন নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরীর গরুর খোয়ার মোড় এলাকায় মরদেহটি দেখতে পেয়ে শ্রমিকরা থানায় খবর দেন। পরে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, রড দিয়ে আঘাতের চিহ্নের ভিত্তিতে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে তদন্ত করতে পুলিশ ১৮ জন নির্মাণ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। তবে এখনো হত্যার সুনির্দিষ্ট কারণ বা দায়ীদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত