অপরাধ

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রকাশিত : ৬ ডিসেম্বর ২০২৪, রাত ৯:২৬

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং আসামি সিরাজুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করে গফরগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় এসআই আমেনা বেগমের নেতৃত্বে গফরগাঁও এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন সঙ্গীয় ফোর্স সিপাহী মোহাম্মদ রাজু, মাহমুদুল হাসান, সাব্বির আহমেদ, সালমান ফরাসি, এবং সারোয়ার হোসেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দল গফরগাঁও-ময়মনসিংহ সড়কে একটি সিএনজির গতিরোধ করে তল্লাশি চালায়। তল্লাশিতে ২ কেজি গাঁজাসহ মোঃ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানাধীন দুর্গাপুর মধ্যপাড়ার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিকে গফরগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।