অপরাধ

আমতলীতে ব্যবসায়ী তনয়ের আত্মহত্যা: স্ত্রীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

আমতলীতে ব্যবসায়ী তনয়ের আত্মহত্যা: স্ত্রীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

প্রকাশিত : ৬ ডিসেম্বর ২০২৪, রাত ৯:২২

আমতলীতে ব্যবসায়ী নিয়াজ মোশের্বদ তনয়ের আত্মহত্যার ঘটনায় স্ত্রী ফারিয়া জান্নাতি মীমসহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় বোন অ্যাডভোকেট তানিয়া আক্তার বৃহস্পতিবার রাতে আমতলী থানায় এ মামলা করেন। পুলিশ এ মামলার আসামি খালিদ গাজীকে ওই রাতেই গ্রেপ্তার করে।

মামলার বিবরণ অনুযায়ী, চার বছর আগে নিয়াজ মোশের্বদ তনয়ের সঙ্গে ফারিয়া জান্নাতি মীমের বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পরই স্ত্রীর অতীতের বিয়ে ও পরকীয়া নিয়ে দাম্পত্য কলহ শুরু হয়। এর মধ্যেই তনয় স্ত্রী মীমকে তালাক দিলে মীম তার বিরুদ্ধে যৌতুক মামলা করেন। ওই মামলায় তনয় ১১ দিন জেলেও ছিলেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, তালাকের পরও তনয়ের উপর শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন চলতে থাকে। গত ২৯ নভেম্বর ভোররাতে তনয় ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষপান করেন। এরপর তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শনিবার ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তনয়ের মৃত্যুর পর স্ত্রী ফারিয়া জান্নাতি মীম, তার বাবা ফারুক গাজীসহ অন্যান্য স্বজনরা গা ঢাকা দিয়েছেন।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। রবিবার সকালে জানাজা শেষে তনয়কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।