দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী হেরিটেজ স্লিপার বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের যদুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রাণীসংকৈলগামী হেরিটেজ স্লিপার বাসটি যদুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী ধানবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতায় দুটি যানবাহন রাস্তার ওপর দুমড়ে-মুচড়ে পড়ে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন হেরিটেজ স্লিপার বাসের চালক আব্দুল করিম। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আমজাদ আলীর ছেলে। নিহত অপর ব্যক্তি হলেন ট্রাকচালক আনোয়ার হোসেন, যিনি দিনাজপুরের আহম্মেদ নগর এলাকার রফিকুল ইসলামের ছেলে। এছাড়া নিহত হয়েছেন বাসযাত্রী হাসিনা বেগম। তিনি ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল উপজেলার সুন্দোল গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী।
আহতদের মধ্যে অন্তত ১১ জনকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৯ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পর বীরগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালানো হয়। বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর জানান, নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিও উদ্ধার করা হয়েছে।
দিনাজপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আরেফিন বলেন, বাসটি ঠাকুরগাঁওয়ের রাণীসংকৈলগামী ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
মতামত