সারাদেশ

কুড়িগ্রামে আত্মপ্রকাশ হলো হাজীদের নিয়ে নতুন সংগঠন যিয়ারাতুল হারামাইন

কুড়িগ্রামে আত্মপ্রকাশ হলো হাজীদের নিয়ে নতুন সংগঠন যিয়ারাতুল হারামাইন

প্রকাশিত : ৬ ডিসেম্বর ২০২৪, বিকাল ৩:১৮

কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত হলো নতুন সামাজিক সংগঠন যিয়ারাতুল হারামাইন। এটি একটি ভ্রাতৃপ্রতীম সংগঠন, যা হজ্ব ও উমরাহ পালনকারীদের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব ও সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দৈনিক বাংলার মানুষ পত্রিকার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সংগঠনটির পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক অধ্যাপক মোঃ লিয়াকত আলী। যুগ্ম আহ্বায়ক হয়েছেন ডাঃ মোঃ মহিউদ্দিন খন্দকার ও রিয়াজুল ইসলাম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন একেএম রেজাউল রহমান এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্বে আছেন আব্দুর রাজ্জাক রফেল।

উল্লেখ্য, জেলার সকল হাজীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য।