অপরাধ

সিরাজগঞ্জে পুলিশের পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক

সিরাজগঞ্জে পুলিশের পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক

ছবি : আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য আটক


প্রকাশিত : ৬ ডিসেম্বর ২০২৪, দুপুর ১:২২ আপডেট : ৬ ডিসেম্বর ২০২৪, বিকাল ৩:২১

সিরাজগঞ্জের সয়দাবাদ গোলচত্বরে পুলিশের পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) ৭ জন আন্তঃজেলা ডাকাত সদস্যকে আটক করেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার কাছে চেকপোস্ট বসিয়ে র‌্যাব সদস্যরা একটি হাইস মাইক্রোবাস থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে পুলিশের হ্যান্ডকাফ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট এবং মাইক্রোবাস জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, পঞ্চগড় জেলার আটোয়ারী থানার বামনকুমার গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. জমির খান (৩৯), খুলনা জেলার লবণচরা থানার এ/পি-হেদায়েত উল্লাহ মসজিদ গলি মধ্যপাড়ার মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে চাকরিচ্যুত কনস্টেবল মো. কামরুজ্জামান (৪৪), ঢাকা জেলার আশুলিয়া থানার বাইপাইল বটতলা গেদোর বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া মৃত মোতালেব শেখের ছেলে মো. জহুরুল শেখ সুমন (৩৩), ঢাকার ভাটারা থানার নুরেরচালা নতুন বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. মিজানুর রহমান মিন্টু (২৭), ফরিদপুর জেলার মধুখালি থানার কাশিনাথপুর গ্রামের মীর নায়েব আলীর ছেলে মীর সোহেল হোসেন (২৬), যশোর জেলার ঝিকরগাছা থানার উত্তর দেউলি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. রাজু (৩১) এবং গোপালগঞ্জ জেলার নকুরিরচর গ্রামের মৃত আফতাব মোল্লার ছেলে আইয়ুব মোল্লা (৫২)।

র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।