খেলাধুলা

জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ৫ ডিসেম্বর ২০২৪, রাত ১১:২৮

ময়মনসিংহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নগরীর সার্কিট হাউস মাঠে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিজয়ের মাসে আয়োজিত এই টুর্নামেন্টটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ বিভাগের উদ্যোগে আগামীকাল শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় ঐতিহাসিক ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে শুরু হবে।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা ক্রীড়াঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রুকন এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমজাদ আলী।

এছাড়াও অংশ নেন এডভোকেট এম এ হান্নান, শামীম আজাদ, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আল ফুয়াদ রেদওয়ান, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

টুর্নামেন্টে বিভাগের বিভিন্ন জেলা থেকে ক্রীড়াপ্রেমী দলগুলো অংশগ্রহণ করবে বলে জানানো হয়। টুর্নামেন্টের সুষ্ঠু ও সফল আয়োজন নিশ্চিত করতে ক্রীড়া সংগঠক এ কে এম মাহবুব আলমের নেতৃত্বে একটি বিশেষ কমিটি কাজ করছে।