সারাদেশ

ফুলপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল ও যোগদান অনুষ্ঠান

ফুলপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল ও যোগদান অনুষ্ঠান

প্রকাশিত : ৫ ডিসেম্বর ২০২৪, রাত ১১:২৩

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক দাওয়াতি মাহফিল ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার শেরপুর রোডের হাজী কমিউনিটি সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। তিনি ইসলামের দাওয়াতি কাজের গুরুত্ব তুলে ধরে বলেন, আমাদের প্রত্যেককে ইসলামের আহ্বান ছড়িয়ে দিতে হবে। এর মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আমেলার সদস্য আব্দুল মোমিন। তিনি ইসলামী শিক্ষা ও নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা করেন। ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতি মুহাম্মদ উল্লাহও উপস্থিত ছিলেন। তিনি ইসলামী আদর্শে তরুণ প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আল্লামা আজিম উদ্দীন শাহ জামালী, মাওলানা আবুল কাশেম এবং মাওলানা এনামুল হাসান। তারা প্রত্যেকেই খেলাফত মজলিসের দাওয়াতি কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এই উদ্যোগে সম্পৃক্ত হতে সবার প্রতি আহ্বান জানান।

ফুলপুর উপজেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, যুব মজলিস ও ছাত্র মজলিসের সদস্যরা অনুষ্ঠানটির আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনুষ্ঠানের শেষ অংশে নতুন সদস্যদের মধ্যে সদস্য ফরম বিতরণ করা হয়।