অপরাধ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানের সময় ৪ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানের সময় ৪ জন আটক

প্রকাশিত : ৫ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:৫২ আপডেট : ৫ ডিসেম্বর ২০২৪, রাত ১১:১৭

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে চোরাচালানের সময় চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ফতেপুর বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৩/১-এস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার রানীনগর হাটপাড়ার মোঃ নুহ নবী (৩৫), পিতা-মোঃ ফজলু; একই এলাকার মোঃ সুমন (৩০), পিতা-পারুল আলী; সাহাপাড়ার মোঃ এম (২৬), পিতা-মোঃ আঃ মালেক এবং মোঃ সুজন শেখ (২৭), পিতা-নুরুল ইসলাম।

জানা যায়, গত ৪ ডিসেম্বর গরু ও মাদক চোরাচালানের উদ্দেশ্যে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, আটককৃতদের শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। জিরো টলারেন্স নীতির আওতায় অভিযান অব্যাহত থাকবে।