সারাদেশ

কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল: জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ

কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল: জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ

প্রকাশিত : ৫ ডিসেম্বর ২০২৪, বিকাল ৪:৩৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়ার ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং বড়বাজার রেলগেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার, সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, বিএনপি নেতা জালাল উদ্দিন মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি এস এম গোলাম কবির, জেলা জাসাস এর সভাপতি ইমরান আহমেদ সঞ্জু, সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শিপন, বিএনপি মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইসতিয়াক আহমদ সাবাব, সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের ত্যাগী নেতাকর্মীরা।

এ সময় এ্যাড. শামিম উল হাসান অপু বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। বাঙালি জাতি কখনও কোনো বিদেশি আগ্রাসনকে ভয় পায় না। আমরা দেশের পতাকা অবমাননার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর জন্য ভারতীয় কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।