সারাদেশ

ফরিদপুরে শিশুকে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি: ৯ লাখ টাকার মালামাল লুট

ফরিদপুরে শিশুকে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি: ৯ লাখ টাকার মালামাল লুট

ছবি : সালথায় শিশুকে জিম্মি করে প্রবাসী সহোদরের বাড়ি ডাকাতির অভিযোগ


প্রকাশিত : ৫ ডিসেম্বর ২০২৪, বিকাল ৪:০১ আপডেট : ৫ ডিসেম্বর ২০২৪, বিকাল ৪:২০

ফরিদপুরের সালথায় মালয়েশিয়া প্রবাসী দুই সহোদরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামে মো. চানু ফকিরের দুই প্রবাসী ছেলে ইয়াছিন ফকির ও রবিউল ফকিরের বাড়িতে এ ডাকাতি ঘটে। ডাকাতরা টিনের চালা কেটে ঘরে ঢুকে চার বছরের শিশুকে জিম্বি করে প্রায় ৯ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রবাসী দুই ভাইয়ের মা শিউলী বেগম আজ দুপুরে সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, তার দুই ছেলে দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। বুধবার রাতে কয়েকজন ডাকাত ঘরের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে শিউলী বেগমের ছেলের স্ত্রী লিমা বেগমের ৪ বছরের শিশু ছেলের গলায় চাকু ধরে ভয় দেখিয়ে চিৎকার করলে তাকে হত্যা করার হুমকি দেয়। পরে ডাকাতদল বাড়ির সবাইকে জিম্বি করে নগদ ৪ লাখ টাকা, দুটি অ্যান্ড্রোয়েড মোবাইল এবং ৪ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুটে নেয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। 

তিনি বলেন, আমরা দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।