গাইবান্ধায় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) একটি র্যালি ও মানববন্ধন আয়োজন করেছে। অত্যধিক মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজির কারণে আলু, পেঁয়াজ ও ভোজ্য তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই পরিস্থিতিতে ক্যাবের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার গাইবান্ধা শহরের কাচারি বাজারস্থ গাইবান্ধা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা দেন জেলা ক্যাবের সভাপতি কে.এম রেজাউল হক, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সাংবাদিক রজতকান্তি বর্মন, খায়রুল ইসলাম, সমাজকর্মী সুজন প্রসাদ, এবং রেস্তোরা মালিক সমিতির সভাপতি তাবারক হোসেন প্রমুখ। তারা দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি এবং তার প্রভাবে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন।
মানববন্ধন শেষে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে, যা দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও মূল্য নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপের দাবিতে সংগঠিত হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ এবং সাধারণ ভোক্তারা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানান।
মতামত