সারাদেশ

শীতের সাথে ভিড় বাড়ছে পুরাতন কাপড়ের দোকানে

শীতের সাথে ভিড় বাড়ছে পুরাতন কাপড়ের দোকানে

ছবি : নওগাঁ বাজারে পুরাতন কাপড়ের দোকানেক্রেতাদের ভিড়


প্রকাশিত : ৫ ডিসেম্বর ২০২৪, দুপুর ২:৪৩ আপডেট : ৫ ডিসেম্বর ২০২৪, বিকাল ৩:০৭

সিরাজগঞ্জের তাড়াশে পুরোনো কাপড়ের দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়। শীতের তীব্রতার কারণে এখন সব শ্রেণীর মানুষ ভিড় করছেন পুরাতন গরম কাপড়ের দোকানে। 

ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেটগুলোতেও গরম কাপড়ের চাহিদা এখন তুঙ্গে। তবে বেশি ভিড় দেখা যায় নওগাঁ হাটে পুরোনো শীতবস্ত্রের ফুটপাত দোকানে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে দোকানগুলোতে শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন এসব মৌসুমি ব্যবসায়ীরা। শীতের হাত থেকে রক্ষা পেতে নিম্ন আয়ের মানুষরা ভিড় করছেন  এসব দোকানে। 

আর এ পুরোনো গরম কাপড়ের দোকান বসছে উপজেলার নওগাঁ হাটবাজারে সামনে দেখা যায় প্রায় ২ শতাধিক মৌসুমি দোকান বসেছে। এসব ফুটপাতের প্রতিটি দোকানেই এখন শীতের পোশাকে ঠাসা। ২০ টাকা থেকে শুরু করে ৫শ টাকা পর্যন্ত দরের মধ্যে শীতবস্ত্র পাওয়া যাচ্ছে ওই দোকানগুলোতে।


আশেপাশে মার্কেট থাকলেও কম দামের কারণে পুরাতন কাপড়ের দোকানে ক্রেতাদের আগ্রহ অনেক বেশি। এসব  দোকানে মেয়েদের জ্যাকেট, ফুলহাতা গেঞ্জি, ব্লেজার, লেদার জ্যাকেট, হাফ সোয়েটার সবকিছু রয়েছে দোকানগুলোতে।
এসব দোকানে কম দামে বিদেশি পুরোনো গরম কাপড় মিলছে। 
দামে কিছুটা সস্তা হওয়ায় নারী-পুরুষ ভিড় করছেন দোকানগুলোতে। এসব দোকানে এর আগে ছুটে আসতেন অসহায় ও গরিব মানুষেরা। তবে এখন ধনী-গরিব সবাই ছুটছে দোকানগুলোতে। শুধু ক্রেতাই নয়। এখানকার পুরোনো কাপড়ের পাইকাররা বাছাই ও গাঁইট কিনে নিয়ে যাচ্ছেন ।

পুরোনো এসব গরম কাপড় কেউ পাইকারি আবার কেউ হাতে নিয়ে বিক্রি করছেন। পুরোনো কাপড়ের দোকানে কাপড় কিনতে আসা খাদিজা, হাসান,  তাহমিনসহ বলেন, সব ধরনের কাপড় এসব দোকানে পাওয়া যাচ্ছে। তবে গত বছরের চেয়ে এ বছর দাম অনেক বেশি।শীতবস্ত্র কিনতে আসা মো. শাকিল ইসলাম বলেন, ‘হঠাৎ করেই শীত বেশি পড়তে শুরু করেছে,শীতের কাপড় কিনতে এসেছি। তবে এত ভিড় হবে ভাবিনি।।