সারাদেশ

হরিপুরের দিশারি কিন্ডারগার্টেন: কোমলমতি শিক্ষার্থীদের জন্য শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত

হরিপুরের দিশারি কিন্ডারগার্টেন: কোমলমতি শিক্ষার্থীদের জন্য শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত

প্রকাশিত : ৫ ডিসেম্বর ২০২৪, দুপুর ১২:২৩

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় কাঁঠাল ডাংগী বাজার সংলগ্ন দিশারি কিন্ডারগার্টেন স্কুলটি ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে নিরিবিলি মনোরম পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। অল্প সময়ের মধ্যে বিদ্যালয়টি এলাকাবাসীর কাছে সুনাম অর্জন করেছে।

আগামী ৭ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটিতে বার্ষিক পরীক্ষা ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মসলিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষিকা আফসানা আক্তার ও রুকসানা আক্তার। এছাড়া ছাত্রছাত্রীদের অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. ফজলুর রহমানও উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক মো. মসলিম উদ্দিন জানান, বর্তমানে বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ১৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। গরিব, এতিম এবং প্রতিবন্ধী শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি আনন্দ বিনোদনের জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য প্রত্যন্ত এলাকায় নিরক্ষরতা মুক্ত সমাজ গঠন করা। কোনো শিশুই যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেই উদ্দেশ্যে কাজ করছি। তবে শিক্ষার্থীদের তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যা কম। তিনটি রুম তৈরি করা হলেও আর্থিক সংকটের কারণে টিনের ছাউনি এখনো দেয়া সম্ভব হয়নি। তাই উপজেলা প্রশাসনের সহায়তায় আর্থিক সাহায্য পেলে আমরা কৃতজ্ঞ থাকব।

বিদ্যালয়টির এই মহৎ উদ্যোগ ও শিক্ষার্থীদের সেবামূলক কার্যক্রম স্থানীয় পর্যায়ে প্রশংসা অর্জন করেছে।