সারাদেশ

গোপালগঞ্জে শীতের তীব্রতায় পুরাতন কাপড়ের দোকানে ভিড়, ক্রেতাদের আগ্রহ তুঙ্গে

গোপালগঞ্জে শীতের তীব্রতায় পুরাতন কাপড়ের দোকানে ভিড়, ক্রেতাদের আগ্রহ তুঙ্গে

প্রকাশিত : ৫ ডিসেম্বর ২০২৪, দুপুর ১২:১৮

গোপালগঞ্জে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে পুরাতন কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড় লক্ষণীয়ভাবে বেড়েছে। নিম্ন আয়ের মানুষের পাশাপাশি এখন মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণির ক্রেতারাও পুরাতন শীতবস্ত্র কিনতে ভিড় জমাচ্ছেন।

শেখ রাসেল শিশু পার্কের পিছনে ও নিক্সন মার্কেট এলাকায় গড়ে ওঠা প্রায় ২০০ মৌসুমি দোকানে পাওয়া যাচ্ছে বিদেশি ও দেশীয় বিভিন্ন ধরনের পুরাতন শীতবস্ত্র। দামের স্বল্পতার কারণে ফুটপাতের এসব দোকান সাধারণ ক্রেতাদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। দোকানগুলোতে ২০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে মেয়েদের জ্যাকেট, লেদার জ্যাকেট, ফুলহাতা গেঞ্জি, হাফ সোয়েটারসহ নানান ধরনের গরম কাপড় পাওয়া যাচ্ছে।

শীতবস্ত্র কিনতে আসা খাদিজা হাসান ও তাহমিনা আক্তার রুপা জানান, এখানে প্রয়োজনীয় সব ধরনের কাপড় পাওয়া যাচ্ছে। তবে গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি। 

ক্রেতা মো. রিফাত ইসলাম বলেন, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীতবস্ত্র কিনতে এসেছি। তবে এত ভিড় হবে, তা ভাবিনি।

মৌসুমি ব্যবসায়ীরা জানান, ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে তাঁরা দোকান সাজিয়েছেন। এ বছর শীতবস্ত্রের বিক্রি আশানুরূপ হবে বলে তাঁদের প্রত্যাশা।