সারাদেশ

নাজিরপুরে গাছ থেকে পড়ে ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

নাজিরপুরে গাছ থেকে পড়ে ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

প্রকাশিত : ৪ ডিসেম্বর ২০২৪, রাত ৯:০৩

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠইমহল এলাকায় গাছ থেকে পড়ে জুলফিকার আলী শেখ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার (৪ ডিসেম্বর) সকালে গাছ থেকে পড়ে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জুলফিকার আলী শেখ চৌঠইমহল গ্রামের প্রয়াত আব্দুল জলিল শেখের ছেলে। পরিবারের সদস্যরা জানান, সকালে একটি গাছের ডাল কাটার সময় জুলফিকার গাছ থেকে পড়ে যান। তাকে দ্রুত নাজিরপুর হাসপাতালে নেওয়া হলেও তার প্রাণ রক্ষা সম্ভব হয়নি।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরএমও উজ্জ্বল মন্ডল জানান, তিনি মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলেন।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ঘটনাটি একটি দুর্ঘটনা হিসেবে রেকর্ড করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী লাশ দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।