বান্দরবান জেলায় জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল থেকে বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. নাছির উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক বান্দরবান পত্রিকার সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল।
জেলার সদরসহ সাতটি উপজেলা থেকে আগত ইমামদের উপস্থিতিতে সম্মেলনে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এতে ইমামদের মেধা যাচাই করে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী তিনজনকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
আয়োজকেরা জানান, জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমামরা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। সেখানে নির্বাচিতরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সুযোগ পাবেন।
মতামত