সারাদেশ

বীরগঞ্জে দুর্নীতিবাজ ইউএনওর বিরুদ্ধে শিক্ষক সমিতির মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

বীরগঞ্জে দুর্নীতিবাজ ইউএনওর বিরুদ্ধে শিক্ষক সমিতির মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

প্রকাশিত : ৪ ডিসেম্বর ২০২৪, রাত ৯:০০

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, এবং অসৌজন্য আচরণের অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে এলাহীর প্রত্যাহারের দাবিতে মাধ্যমিক শিক্ষক সমিতি মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং মহাসড়ক অবরোধ করেছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে বার্ষিক পরীক্ষা স্থগিত রেখে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলার প্রায় সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী অংশ নেন।

বক্তারা ইউএনও ফজলে এলাহীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, ঘুষগ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং অসৌজন্য আচরণের অভিযোগ করেন। তারা বলেন, যোগদানের পর থেকেই ইউএনও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং কোনো কারণ ছাড়াই বিল ও বেতন প্রদানে বিলম্ব করছেন।

এছাড়া, নিয়ম বহির্ভূতভাবে জুনিয়র শিক্ষকদের প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ার অভিযোগও ওঠে। শিক্ষক সমিতির দাবি, এই ধরনের কার্যকলাপের ফলে শিক্ষাঙ্গনে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির আহ্বায়ক মো. নুরুল ইসলাম। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, ফশিউর রহমান চৌধুরী, এবং আরও অনেকে। বক্তারা ইউএনও ফজলে এলাহীর দ্রুত প্রত্যাহার এবং শাস্তির দাবি জানান।

শিক্ষকরা ঢাকা-পঞ্চগড় মহাসড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

অভিযুক্ত ইউএনওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।