সারাদেশ

মা‌টিরাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান, ২ জনকে জরিমানা

মা‌টিরাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান, ২ জনকে জরিমানা

প্রকাশিত : ৪ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:৫৭

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ফুটপাত দখল এবং প্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুর ১টায় মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন গলিতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা যাচাই, পণ্যের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের মিল পরীক্ষা, এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। ব্যবসায়ীদেরকে ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা উন্মুক্ত স্থানে প্রদর্শনেরও নির্দেশ দেওয়া হয়।

এসময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় মেসার্স হালিম স্টোর ও হাসান স্টোরকে ১ হাজার ৫০০ টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার বলেন, নিয়ম বহির্ভূতভাবে ব্যবসা পরিচালনা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।