সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রকাশিত : ৪ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:৫২

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ঐতিহ্যবাহী ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন ২০২৪ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩০ নভেম্বর) এই শিক্ষা সফরের যাত্রা শুরু হয়।

সফরে নেতৃত্ব দেন বিভাগের প্রধান মাহমুদুর রহমান ভূঞা, মোঃ জমির উদ্দিন এবং মুফতি মাওলানা কে. এম. নজরুল ইসলাম খান। শিক্ষার্থীরা মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং শ্রীমঙ্গলের চা বাগান ঘুরে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করেন।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের এক বন কর্মকর্তা জানান, এই উদ্যানটি বাংলাদেশের অন্যতম চিরহরিৎ বনাঞ্চল এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ। ১২৫০ হেক্টর আয়তনের এ বনটি ১৯৯৭ সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এবং এটি বিলুপ্তপ্রায় উল্লুকসহ বিভিন্ন দুর্লভ প্রাণী ও উদ্ভিদের জন্য খ্যাত।

শিক্ষার্থীরা শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, প্রাকৃতিক পরিবেশে থেকে অনেক কিছু শিখেছেন এবং এমন আয়োজনের জন্য বিভাগীয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।