গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নে সরকারি জমি দখল নিয়ে দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মহারাজপুর ও মোচনা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয় বলে জানা গেছে। মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ও মোচনা ইউনিয়নের আছাদ সিকদারের নেতৃত্বে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মুকসুদপুর হাসপাতাল এবং মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এই সংঘর্ষ এলাকায় উত্তেজনার সৃষ্টি করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।
মতামত