সারাদেশ

হেলিকপ্টারে গ্রামে ফেরা: মা-বাবার ইচ্ছা পূরণ করলেন প্রবাসী হারুন

হেলিকপ্টারে গ্রামে ফেরা: মা-বাবার ইচ্ছা পূরণ করলেন প্রবাসী হারুন

প্রকাশিত : ৩ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:৫৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের সৌদি প্রবাসী মোঃ হারুনুর রশিদ হারুন তার মা-বাবার ইচ্ছা পূরণে অভিনব উদ্যোগ নিলেন। সৌদি আরব থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মা-বাবাকে সঙ্গে নিয়ে নিজ গ্রামে অবতরণ করেন তিনি।

হারুনের এই ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে তার পরিবারসহ এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। আগেই হেলিকপ্টার অবতরণের স্থান নির্ধারণ করে সেখানে অপেক্ষা করছিলেন পরিবারের সদস্য ও এলাকাবাসী।

হারুনুর রশিদ হারুন বলেন, মা-বাবার ইচ্ছা পূরণ করতে পারা আমার জন্য বড় আনন্দের। তাদের সঙ্গে হেলিকপ্টারে গ্রামে আসার ইচ্ছা অনেকদিনের ছিল। আজ সেটা পূরণ হলো।

তার বাবা ধলাই মিয়া সর্দার বলেন, নিজ সন্তানের এমন উদ্যোগে আমি অত্যন্ত খুশি। আমার আশা, সব প্রবাসীই যেন তাদের মা-বাবার ইচ্ছা পূরণে সচেষ্ট হয়।

এই ঘটনা শুধু হারুনের পরিবারকেই নয়, পুরো এলাকাকে গর্বিত করেছে। এলাকাবাসী তাকে সংবর্ধনা দিয়ে তাদের ভালোবাসা প্রকাশ করেন।