খেলাধুলা

ময়মনসিংহে শুরু হলো ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতা

ময়মনসিংহে শুরু হলো ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতা

প্রকাশিত : ৩ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:৫২

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ক্রিকেট ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৮ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা ২০২৪/২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মফিদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ও মানিকগঞ্জ জেলার দলগুলো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলার গুরুত্ব এবং তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।